মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর থান থান সুকে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহ্স্পতিবার নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। সেনা শাসিত দেশটিতে গ্রাহকদের কাছে থাকা বৈদেশিক মুদ্রাকে স্থানীয় মুদ্রা কিয়েটে রূপান্তরের নির্দেশ দিয়ে নতুন প্রবিধান জারির কয়েকদিনের মধ্যে হত্যার শিকার হলেন ডেপুটি গভর্নর থান থান সু। খবর এপি।
গত বছরের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর থান থান সুকে মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনিই ব্যাংকটি জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন বলে মনে করা হচ্ছে।
ইয়াঙ্গুনের স্থানীয় কর্মকর্তা থেট ও ও’র বরাত দিয়ে খবরে বলা হয়, বাহান শহরে নিজ অ্যাপার্টমেন্টে খুন হন থান থান সু। দুজন আততায়ী তার অ্যাপার্টমেন্টে আসলে দরজা খুলে দেন সু নিজেই। এ সময় আততায়ীরা তাকে পরপর তিনটি গুলি করে। এ ঘটনার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। আহত অবস্থায় সুকে পরে সামরিক হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ক্ষুদে বার্তায় হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে।
মিয়ানমারের এক সামরিক মুখপাত্রকে উদ্ধৃত করে রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের এ কর্মকর্তা ক্ষতগুলো পরীক্ষা করা হচ্ছে।
ইয়াঙ্গুন রিজন মিলিটারি কমান্ড নামে জাতীয় ঐক্য সরকারের অনুগত একটি জঙ্গি সংগঠন এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেে একটি বিবৃতি পোস্টের মাধ্যমে থান থান সুকে হত্যার দায় স্বীকার করে সংগঠনটি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com