রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্যান্সারে আক্রান্ত। এ থেকে মুক্তি পেতে অস্ত্রোপচার করাতে হবে তার। তাই দেশটির সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই প্যাট্রুসেভের হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন তিনি।
মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তবে এই ক্ষমতা হস্তান্তর সাময়িক। অস্ত্রোপচারের পর ফের ক্ষমতায় ফিরবেন তিনি।
রাশিয়ান বিদেশী গোয়েন্দা সংস্থার সাবেক এক লেফটেন্যান্ট জেনারেল দ্বারা পরিচালিত হয় বলে কথিত আছে এমন একটি টেলিগ্রাম চ্যানেলের বরাতে নিউইয়র্ক পোস্ট লিখেছে, ডাক্তাররা পুতিনকে জানিয়ে দিয়েছেন, তার অস্ত্রোপচার বাধ্যতামূলক হয়ে গেছে। অস্ত্রোপচার ও তা থেকে সেরে উঠতে পুতিনের ‘স্বল্প সময়’ই লাগতে পারে।
সাম্প্রতিক সময়ে পুতিনের অনুমিত অসুস্থতা ও স্বভাববহির্ভূত স্থিরতার একটি চিত্রের কথা উল্লেখ করে নিউইয়র্ক পোস্টের রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ান প্রেসিডেন্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে গুজব ছড়িয়েছে। এ ছাড়াও তিনি পারকিনসন্সসহ কয়েকটি মারাত্মক অসুস্থতায় ভুগছেন।
পুতিনের অস্ত্রোপচারের খবর এমন একটা সময় সামনে এলো যখন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা করতে যাচ্ছে বলে জল্পনা চলছে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, পুতিন বিপুল সংখ্যক রুশ সেনাকে দেশে ফেরত আসার নির্দেশ দিয়েছেন।
যদিও রাশিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়নি। তবে পুতিন যদি সত্যিই অসুস্থ হন তাহলে তার অসুস্থতা এই যুদ্ধের গতিপ্রকৃতি বদলে দিতে পারে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com