চাঁদরাতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সামনে পুলিশের গাড়িচাপায় নিহত হয়েছেন, ঢাকার লালবাগের বাসিন্দা বেলায়েত হোসেন নামের ৫৫ বছর বয়সের এক ব্যক্তি । তিনি পেশায় একজন নিরাপত্তারক্ষী ।
উল্লেখ্য, রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানান শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া ।
গাড়িটি রাজারবাগ পুলিশ লাইন্সের বলেও জানান তিনি। চাঁদরাতে বাড়িতে যখন ঈদের আনন্দ ভাগাভাগি করার কথা তখন বাবার মরদেহ নিতে ঢাকা মেডিকেলে ছোটেন মেয়ে দিপা । সোমবার রাতে (০২ মে) পুলিশের গাড়িচাপায় নিহত হন তার বাবা বেলায়েত হোসেন ।
ঢাকার লালবাগের বাসিন্দা বেলায়েত হোসেন কাজ করতেন রাজধানীর বিজয় সরণি ফুয়ারার নিরাপত্তারক্ষী হিসেবে। গতকাল সোমবার নাইট ডিউটিতে যাওয়ার সময় রাত ১০টার দিকে চন্দ্রিমা উদ্যানের সামনে পুলিশের একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয় পুলিশ। খবর পেয়ে সেখানে ছুটে যায় পরিবার-পরিজন। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি ৫৫ বছর বয়সী বেলায়েত হোসেনকে।
শেরেবাংলা নগর থানার ওসি জানান, গাড়িটি তাদের থানার নয়, সেটি ছিল রাজারবাগ পুলিশ লাইন্সের গাড়ি। রাস্তা পারাপারের সময় গাড়িচাপার শিকার হন বেলায়েত হোসেন।
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com