ঈদের দিন রাজধানীর শ্যামপুর ইকোপার্কে স্বজনদের সঙ্গে বেড়াতে গিয়ে রোলার কোস্টার থেকে পড়ে মো. রাব্বি নামে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
রাব্বি স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। এঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির এএসআই আব্দুল খান বলেন, দুপুর আড়াইটার দিকে পথচারী ও নিহতের মামা সাইফ দশ বছর বয়সী রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের হাসপাতালর মর্গে রাখা হয়েছে। সে পরিবারের সঙ্গে গেন্ডারিয়া এলাকায় থাকতো। দুই ভাই এক বোনের মধ্যে সে ছোট।
রাব্বির পরিবার জানায়, রাব্বি তার মামা সাইফসহ ওই এলাকার পাঁচ-ছয় জন মিলে ইকোপার্কে বেড়াতে যায়। এসময় পার্কের রোলার কোস্টার থেকে পড়ে যায় রাব্বি। আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।
শ্যামপুর ইকোপার্ক তত্ত্বাবধনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্থার উপ পরিচালক মোবারক হোসেন মজুমদার বলেন, রোলার কোস্টার প্লেনের মত এবং চালু করার আগে যারা এতে ওঠে তাদের বেল্ট দিয়ে আটকে রাখা হয়। কিন্তু ওই শিশু রোলার কোস্টার চলার সময় বেল্ট খুলে দাঁড়াতে গিয়ে নিচে পড়ে আহত হয়েছিল।
ওই কোস্টারের কোনো কিছু ছিঁড়ে যায়নি বা যান্ত্রিক ক্রুটি ছিল না বলে দাবি করেন তিনি।