ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ব্যাচেলর পয়েন্ট এর টানা ৩৩ ঘণ্টা শুটিং

লাবনী হোসেন
জুন ১০, ২০২২ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঈদুল আজহা উপলক্ষে কাজল আরেফিন অমি নির্মাণ করছেন ‘‘ব্যাচেলর’স কোরবানি’’ শিরোনামে একক নাটক। টানা ৩৩ ঘণ্টা দৃশ্যধারণের পর শুটিংয়ের ক্যামেরা বন্ধ করলেন এই নির্মাতা। গতকাল বিকাল ৫টায় শেষ হয় নাটকটির শুটিং।

টানা শুটিং করতে গিয়ে পুরো টিমকে যেমন শারীরিক ধকল সইতে হয়েছে, তেমনি নানারকম প্রতিবন্ধকতার মধ্য দিয়েও যেতে হয়েছে। কারণ শুটিং করতে গিয়ে গরুর ধাওয়া খেতে হয়েছে টিমকে। তার বেশ কিছু ভিডিও প্রকাশ করেছেন নির্মাতা।

একটি ভিডিওতে বেশ ভয়ংকর পরিস্থিতি দেখা যায়। একসঙ্গে দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছিলেন পলাশ (কাবিলা), চাষী (হাবু)। ওই সময়ে ছুটে আসা গরুর পায়ের কিছুটা আঘাত লাগতে দেখা যায়। যদিও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।  

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে কাজল আরেফিন অমি বলেন, ‘যেহেতু ঈদের সিঙ্গেল কাজ তাই টানা শুটিং করে শেষ করলাম। শুটিং শেষে হিসাব করলাম, টানা ৩৩ ঘণ্টা কাজ করেছি আমরা। চাষী ভাই হালকা অসুস্থ হয়েছেন। তবে বিশ্রাম নিয়ে তিনি আবারো মাঠে যোগ দিয়েছেন। এরমধ্যে গরুর ধাওয়াও খেতে হয়েছে; শক্তিশালী টিম ছাড়া টানা এত ঘণ্টা শুটিং করা কারো পক্ষে সম্ভব না। লম্বা সময় শুটিং হলেও কারো মাঝে আন্তরিকতা বা প্রাণশক্তির কমতি দেখিনি।’

এ নির্মাতা জানান, কোরবানির বিষয়বস্তু নিয়ে এবারের প্রজেক্ট। যেখানে দেখা যাবে, ব্যাচেলররা কীভাবে কোরবানির গরু কিনতে যায়, গরুর হাটে তাদের সঙ্গে কী ঘটনা ঘটে; এর সঙ্গে নাটকের চরিত্রগুলোর কে কী করেন এসব কিছু উঠে আসবে বিশেষ এ নাটকে।

পূর্বের মতো এবারো মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন—মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম ও শিমুল শর্মা। এছাড়াও অভিনয় করেছেন মনিরা মিঠু, সাবিলা নূর, পারশা ইভানা, আব্দুল্লাহ রানা, সানজানা সরকার রিয়া প্রমুখ।