মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দিন দিন চীনের সামরিক বাহিনী আমেরিকা ও তার মিত্রদের জন্য বিরাট বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং ক্রমেই অনেক বেশি আগ্রাসী হয়ে উঠছে।
গতকাল (রোববার) ইন্দোনেশিয়া সফরের সময় জেনারেল মিলি এসব কথা বলেন। তিনি বলেন, "বার্তাটি হচ্ছে- সুনির্দিষ্ট এই অঞ্চলের আকাশ এবং সমুদ্রে চীনের সামরিক বাহিনী উল্লেখযোগ্যভাবে অনেক বেশি আগ্রাসী হয়ে উঠেছে।"
তিনি বলেন পাঁচ বছরে আমেরিকা এবং তার মিত্রদের বিমান এবং যুদ্ধজাহাজকে চীনের সামরিক বাহিনী বাধা দিয়েছে। চীনের এ তৎপরতা খুবই অনিরাপদ। চীনের সেনাবাহিনী এবং আমেরিকা ও মিত্র দেশগুলোর সেনাদের মধ্যকার এ ধরনের ঘটনাবলী সংকলিত রিপোর্ট আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন জেনারেল মিলি।
গত মাসে চীনের একটি জে-১৬ যুদ্ধবিমান দক্ষিণ চীন সাগরের আকাশে অস্ট্রেলিয়ার একটি গোয়েন্দা বিমানকে অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে বাধা দেয়। সে সময় চীনা বিমান থেকে অ্যালুমিনিয়ামের অজস্র টুকরো অস্ট্রেলিয়ার বিমানের কাছে ছড়িয়ে দেয়া হয় যা অস্ট্রেলিয়ার বিমানের ইঞ্জিন টেনে নেয়।
রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা মস্কোর বিরুদ্ধে যে হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়েছে তাতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে চীন। এই বিষয়টিসহ চীনের সামরিক ও পররাষ্ট্রনীতি নিয়ে মার্কিন কর্মকর্তারা দিন দিন বেশি মাত্রায় উদ্বেগ প্রকাশ করে চলেছেন। গত মাসে মার্কিন বিমান বাহিনীর একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেন, আমেরিকা যে গতিতে এবং খরচে অস্ত্র উৎপাদন করছে তার চেয়ে পাঁচ থেকে ছয় গুণ গতিতে এবং অত্যন্ত কম খরচে অস্ত্র উৎপাদন করছে চীন। তিনি স্পষ্ট করে বলেন, “চীন আমাদের জন্য ভূ-রাজনৈতিক দিক দিয়ে বাস্তব হুমকি হয়ে দেখা দিয়েছে। আমাদের সন্তানেরা সম্ভবত সামনের দিনগুলোতে স্বাধীনতা ভোগ করতে পারবে না।”
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান চলতি সপ্তাহে সাংবাদিকদের বলেছেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে আমেরিকা। একই সঙ্গে তিনি তাইওয়ান নিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপসহ এশিয়াপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা সৃষ্টির জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেন।
সুত্রঃপার্সটুডে
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com