ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জয়-পরাজয় নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে: ইরান

Link Copied!

বাইডেনের পশ্চিম এশিয়া সফর সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারীর মন্তব্য

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইরান বলেছে, যার আয়রন ডোম তৈরি হয়েছে কাঁচের টুকরো দিয়ে তাকে একদিন ঢিল খেতেই হবে; দখলদার শক্তি মাকড়সার জাল দিয়ে তৈরি বাসস্থানে কখনোই শান্তিতে ঘুমাতে পারবে না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতি ইসরাইল সফরের প্রতি ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা বিষয়ক মহাপরিচালক মোহাম্মাদ সাদেক ফাজলি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

বাইডেনের ইসরাইল ও সৌদি আরব সফর প্রসঙ্গে ফাজলি নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, জয়-পরাজয় নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে গণমাধ্যমে নয়!

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালের গোড়ার দিকে ক্ষমতা গ্রহণের পর সম্প্রতি প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করেন। ইসরাইল সফর শেষ করে তিনি সৌদি আরবে যান এবং জেদ্দায় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদেশগুলোর পাশাপাশি মিশর, ইরাক ও জর্দানের শীর্ষ নেতাদের এক সম্মেলনে অংশগ্রহণ করেন।

জেরুজালেম আল-কুদসে কাঁচে ঘেরা বাক্সের মধ্যে থেকে ইহুদিবাদীদের উদ্দেশে বক্তব্য রাখেন বাইডেন

বাইডেন ইসরাইল সফরে গিয়ে জেরুজালেম আল-কুদসে বুলেটপ্রুফ কাঁচের পেছনে বসে বক্তব্য রাখেন। এ সম্পর্কে ফাজলি বলেন, বিগত বছরে ইহুদিবাদী ইসরাইলে কয়টি অভিযান সংঘটিত হয়েছে যে, বাইডেনকে বুলেটপ্রুফ কাঁচের মধ্যে থেকে বক্তৃতা দিতে হলো? যার আয়রন ডোম তৈরি হয়েছে কাঁচের টুকরা দিয়ে তাকে একদিন ঢিল খেতেই হবে।

মোহাম্মাদ সাদেক ফাজলি আলাদা এক টুইটার বার্তায় লিখেছেন, মধ্যপ্রাচ্যের এমন একটি ক্যান্সারাস অবৈধ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে বাইডেনের এই অশুভ সফর অনুষ্ঠিত হয়েছে যে অবৈধ রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যের সকল নিরাপত্তহীনতা ও হুমকির উৎস। তিনি বলেন, এই সফরের তিক্ত পরিণতি হবে শয়তানি, বিশৃঙ্খলা, যুদ্ধ, ভ্রাতৃহত্যা ও ষড়যন্ত্র।