ঢাকাসোমবার , ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নিহত শিনজো আবের দলের নির্বাচনে বড় জয়

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২২ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

নির্বাচনের কয়দিন আগেই জনসভায় এক যুবকের গুলিতে নিহত হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। তবে তাকে ছাড়াই তার দল দেশটির উচ্চ কক্ষের নির্বাচনে বড় জয় পেয়েছে।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদনের তথ্য মতে, শিনজো আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ১২৫টি আসনের মধ্যে ৬৩টি আসনে জয় পেয়েছে। তাছাড়া ক্ষমতাসীন দলটির পার্টনার কোমিটো পেয়েছে ১৩টি আসন।

উল্লেখ্য, জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। দেশটির সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০২০ সালে অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন।

এছাড়া তার দাদা ও চাচাও জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিনজো আবের বাবা ডানপন্থি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) সাবেক মহাসচিব ছিলেন। 

নির্বাচনের কয়দিন আগেই জনসভায় এক যুবকের গুলিতে নিহত হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে

সূত্র : আল-জাজিরা