নির্বাচনের কয়দিন আগেই জনসভায় এক যুবকের গুলিতে নিহত হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। তবে তাকে ছাড়াই তার দল দেশটির উচ্চ কক্ষের নির্বাচনে বড় জয় পেয়েছে।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদ মাধ্যমটির প্রতিবেদনের তথ্য মতে, শিনজো আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ১২৫টি আসনের মধ্যে ৬৩টি আসনে জয় পেয়েছে। তাছাড়া ক্ষমতাসীন দলটির পার্টনার কোমিটো পেয়েছে ১৩টি আসন।
উল্লেখ্য, জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। দেশটির সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০২০ সালে অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন।
এছাড়া তার দাদা ও চাচাও জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিনজো আবের বাবা ডানপন্থি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) সাবেক মহাসচিব ছিলেন।
সূত্র : আল-জাজিরা
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com