ঢাকাসোমবার , ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করলো ইরান

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২২ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকির পর এবার ইরান ড্রোনবাহী যুদ্ধজাহাজ প্রকাশ্যে আনল। জাহাজটিতে থাকা ড্রোন যেকোনো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম।

ইরানের রেডিও তেহরানের অনলাইন সংবাদ মাধ্যম পার্সটুডেতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মাটির নিচে সংরক্ষিত ইরানী ড্রোন

এতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দেওয়ার কয়েক দিনের মাথায় ভারত মহাসাগরের আন্তর্জাতিক জল সীমায় যুদ্ধজাহাজটি উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন ধরনের সামরিক ড্রোন, গোয়েন্দা ড্রোন এবং সুইসাইড ড্রোন রয়েছে।

তেহরানের পরমাণু জ্বালানি কর্মসূচি মোকাবিলার জন্য প্রয়োজনে সর্বশেষ ধাপে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ব্যবহার করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন হুমকির দুই দিনের মাথায় ইরানি নৌবাহিনীর এই ড্রোনবাহী জাহাজটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডাররা অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ড্রোনের সক্ষমতা প্রদর্শন করা হয়। 

এর মধ্যে পেলিক্যান, হোমা, আরাশ, চামরুশ, জুবিন, আবাবিল ৪ এবং বভার-৫ সফলতার সঙ্গে ভারত মহাসাগরের আকাশে সামরিক মহড়া চালায়।