গ্রীসের উত্তরাঞ্চলীয় শহর কাভালার কাছে ‘‘আন্তোনভ-১২’’ নামে ইউক্রেনভিত্তিক কোম্পানি পরিচালিত একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটি সার্বিয়া থেকে বাংলাদেশের কেনা ১১ টন সমরাস্ত্র (মর্টার শেল) বহন করছিল।
শনিবার (১৬ জুলাই) সার্বিয়া থেকে জর্ডান যাওয়ার পথে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
ফরাসি বার্তা সংস্থা এএফপি প্রথমে উড়োজাহাজটির বিধ্বস্ত হওয়ার খবর দেয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ওই উড়োজাহাজে বাংলাদেশের কেনা অস্ত্র থাকার কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাইরেক্টরেট জেনারেল অব ডিফেন্স পারচেজ (ডিজিডিপি) ক্রয়চুক্তির আওতায় ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে সার্বিয়া থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের জন্য কেনা প্রশিক্ষণ মর্টার শেল বহনকারী একটি বিমান গ্রিসে বিধ্বস্ত হয়েছে।
গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি জানিয়েছে, এটি ১১ টন ওজনের মালামাল বহন করছিল। একে বিপর্যয় বলে বর্ণনা করা হয়েছে।
ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন কিন্তু রানওয়েতে পৌঁছানোর আগেই সেটি বিধ্বস্ত হয়। এয়ারক্রাফটের বোর্ডে অন্তত আটজন ছিলেন ধারণা করা হচ্ছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে সাতটি ফায়ার সার্ভিস ইউনিট মোতায়েন করা হয়েছে কিন্তু ক্রমাগত বিস্ফোরণের কারণে তারা দুর্ঘটনাস্থলের কাছে যেতে পারেনি।
কয়েকটি ফুটেজে দেখা গেছে, অবতরণের আগেই আগুন ধরে যায় এবং নামার পরপরই বিকট বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরাও বিস্ফোরণের শব্দ শুনেছেন।
এ বিষয়ে ইউক্রেন, সার্বিয়া এবং জর্ডান থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।