সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আজ বুধবার ভারতের বিপক্ষে ২-১ গোল ব্যবধানে জিতেছে বাংলাদেশের যুবারা। লাল-সবুজের প্রতিনিধিদের হয়ে জোড়া গোল করেছেন পিয়াস আহমেদ নোভা। ভারতের হয়ে একমাত্র গোলটি করেছেন গুরকিরাত সিং।
এই জয়ের সুবাদে টানা দুই ম্যাচ জেতায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর সুবাদে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে আজ বুধবার (২৭ জুলাই) ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হয় লাল-সবুজের প্রতিনিধিরা। তাদের বিপক্ষে ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশের যুবারা।
ম্যাচের ২৯ মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন পিয়াস আহমেদ নোভা। ইমরান খানের লং পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ভারতীয় রক্ষণভাগকে পরাস্ত করেন গোলপোস্টের ডান দিকে সরে যান। সেখান থেকে বাঁ পায়ের দারুণ এক প্লেসিং শটে ভারতীয় গোলরক্ষক জাহিদ বোখারীকে পরাস্ত করেন পিয়াস। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে এই লিডকে দীর্ঘসময় ধরে রাখতে পারেনি তানভির হোসাইনরা।
ছয় মিনিট পরই ভারতীয় স্ট্রাইকার গুরকিরাত সিংয়ের লম্বা শটে ১-১ গোলে সমতায় ফিরে ভারত। গোলপোস্টের বাঁ প্রান্ত থেকে ক্রস খেলেন তিনি। তবে তার নেয়া এই লম্বা শট গোলরক্ষক মোহাম্মদ আসিফকে ফাঁকি দিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়িয়ে যায়। তবে জয়ের নেশায় বাংলার যুবারা যেন মগ্ন হয়েছিল। বিরতি যাওয়ার আগেই স্বাগতিকদের জালে জাড়িয়েছে আরেকটি গোল।
২-১ ব্যবধানে এগিয়ে থেকে স্বস্তি নিয়ে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ। গোল উদ্দেশ্যে ভারতের ডি-বক্সে উড়ে আসা ক্রসকে রুখে দিতে বাংলাদেশি ফরোয়ার্ডকে কঠিনভাবে আক্রমণ করে ভারতের রক্ষণভাগের ফুটবলার টঙ্কধর বেগ। সঙ্গে সঙ্গে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্বাগিতক ফুটবলাররা মাঠ রেফারির সঙ্গে বিতর্কে জড়ালেও রেফারি তার সিদ্ধান্তে অটুট ছিলেন। এরপর স্পট কিক থেকে দলের এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন পিয়াস আহমেদ নোভা। দ্বিতীয়ার্ধে ফিরে সমতায় ফিরতে রীতিমত মরিয়া হয়ে উঠেছিল স্বাগতিক ফুটবলাররা। তবে বাংলাদেশের রক্ষণভাগের কাছে বারবার পরাস্ত হয়েছে। বেশ কয়েকবার লম্বা শটে গোল লক্ষ্যভেদ করার প্রচেষ্টা চালালেও গোলরক্ষক মোহাম্মদ আসিফের গড়া অপ্রতিরোধ্য দেয়ালকে ফাঁকি দিতে পারেনি। প্রতিবারই আসিফের গ্লাভসে বন্দি হয়েছে স্বাগতিক ফুটবলারদের স্বপ্ন। দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতি-আক্রমণে উত্তেজনার মাত্রা বেড়ে গেলেও স্কোরবোর্ডে কোনো পরিবর্তন আনতে পারেনি ফুটবলাররা। নির্ধারিত সময় শেষে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলার যুবারা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com