শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে রাজী ফিল্ড মার্শাল শরৎ ফনসেকা। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে সাবেক এই সেনা কমান্ডার তার আগ্রহের কথা ব্যক্ত করেছেন।
শরৎ ফনসেকা বলেছেন, ‘আমাকে কয়েকজন এমপি, প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য বলেছেন, যাদের মধ্যে এসএলপিপিরও একটি গ্রুপ রয়েছে। তাই নির্বাচিত হলে আমি পদটি গ্রহণ করব।’
এ ব্যাপারে তার দলের নেতা সাজিথ প্রেমাদাসার সঙ্গে কথা বলেছেন কিনা জানতে চাইলে ফনসেকা বলেন, ‘নেতাকে আমার ব্যক্তিগত আলোচনার বিষয় জানানোর প্রয়োজন নেই।’
ব্যাপক বিক্ষোভের মুখে মঙ্গলবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে একটি সামরিক বিমানে করে মালদ্বীপ পালিয়ে যান। সেখান থেকে তিনি বৃহস্পতিবার সিঙ্গাপুরে যান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com