প্রযোজক, পরিচালক ও চিত্রনায়ক অনন্ত জলিল ‘কিল হিম’ শিরোনামে নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন। সিনেমাটি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল।
জানা গেছে, আগামী ৩ সেপ্টেম্বর বিএফডিসিতে ‘কিল হিম’ সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। সিনেমাটিতে অনন্ত জলিলের বিপরীতে দেখা যাবে তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাকে।
‘কিল হিম’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে শুটিং হওয়ার কথা রয়েছে এ সিনেমার। জানা গেছে, পুরোপুরি অ্যাকশন ঘরানার সিনেমা হতে যাচ্ছে ‘কিল হিম’। আসছে রোজার ঈদে মুক্তির জন্য নির্মিত হচ্ছে এ সিনেমাটি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com