দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করার পর ১৭ আগস্ট সকালে দেশে ফিরবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এ নিয়ে উচ্ছ্বসিত শাকিব ভক্তরা। প্রিয় নায়ককে ফুল দিয়ে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন তারা।
জানা গেছে, নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে স্থানীয় সময় ১৫ আগস্ট রাতে টার্কিশ এয়ার লায়েন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবেন শাকিব খান। ১৭ আগস্ট বাংলাদেশ সময় দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি।
এদিন বিমানবন্দরে শাকিবকে স্বাগত জানাতে হাজির থাকবেন ভক্তকুল। তারা ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন প্রিয় নায়ককে। শাকিবের অফিসিয়াল ফেসবুক গ্রুপে সবাইকে নির্দিষ্ট তারিখে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে অনুরাগীরা তাতে সাড়াও দিচ্ছেন। জানাচ্ছেন, ঠিক সময়ে তারা পৌঁছে যাবেন বিমানবন্দরে।
২০২১ সালের ১২ নভেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন শাকিব। এক অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা ফেরার কথা থাকলেও দেশটিতে গ্রিন কার্ডের আবেদনের কারণে নির্দিষ্ট সময়ে দেশে ফেরা হয়নি তার।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com