পাইলট প্রজেক্ট হিসেবে ফিলস্তিনিদের ব্যবহারের জন্য উন্মুক্ত হলো ইসরায়েলের বিমানবন্দর। সোমবার (২২ আগস্ট) দক্ষিণাঞ্চলীয় রামোন বিমানবন্দর খুলে দেয় লাপিদ প্রশাসন।
এদিন বিমানবন্দরটি ব্যবহার করে সাইপ্রাসে যাত্রা করেন ৪৩ ফিলিস্তিনি। এর মধ্য দিয়ে ভ্রমণ সংক্রান্ত ভোগান্তি দূর হবে বলে প্রত্যাশা বাসিন্দাদের। তবে এ পদক্ষেপ সংঘাত কমে আসার কোনো ইঙ্গিত দেয় না বলে মনে করছেন বিশ্লেষকরা।
চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ভ্রমণ সংক্রান্ত কঠোর বিধিনিষেধ তুলে নেয় তেল আবিব। ফলে বিশেষ অনুমতি ছাড়াই প্রধান বিমানবন্দরসহ ইসরায়েলের সবগুলো বিমানবন্দর ব্যবহারের অনুমতি পায় পশ্চিম তীর এবং গাজা উপত্যকার বাসিন্দারা।
সূত্র: আল জাজিরা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com