ঢাকাসোমবার , ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৩, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেনে অবস্থানরত সমস্ত মার্কিন নাগরিককে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, কোনরকমের সংকেত ছাড়াই ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি বদলে যেতে পারে।

আজ (মঙ্গলবার) মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দূতাবাস নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছে যে, যদি সম্ভব হয় তাহলে তারা যেন বা বাস ট্রেনের স্থলযানে করে ইউক্রেন ছেড়ে চলে যান।

দূতাবাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউক্রেনের বেসামরিক অবকাঠামো এবং সরকারি স্থাপনায় রাশিয়া হামলা জোরদার করছে এবং আগামী দিনগুলোতে তা আরও বাড়বে। এ অবস্থায় আমেরিকার নাগরিকদের সতর্ক থাকতে হবে, বিমান হামলার সাইরেনের প্রতি খেয়াল রাখতে হবে এবং ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন হামলা হলে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ইউক্রেন জুড়ে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং কোনরকম সতর্কতা সংকেত ছাড়াই পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

ইউক্রেনে অভিযান চালানোর সময় রাশিয়ার সেনারা শুধুমাত্র সামরিক স্থাপনায় বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, বেসামরিক কোনো অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করে না।

সুত্রঃপার্সটুডে