জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল ও দাপুটে খল-অভিনেতা মিশা সওদাগরের তর্কযুদ্ধ যেন কিছুতেই থামছিল না। পরস্পরের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে যাচ্ছিলেন। তবে এবার তাদের সম্পর্কের বরফ গলেছে।
চলচ্চিত্র প্রযোজক ইকবালের উদ্যোগে গতকাল তাদের মোবাইলে কথা হয়। পরে দেখা হলে দুজন হাত মেলান এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সব দেখে শুনে চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রশ্ন- এবার তাহলে থামছে মিশা-অনন্তের তর্কযুদ্ধ।
এ প্রসঙ্গে জানতে চাইলে মিশা সওদাগর বলেন, ‘তার (অনন্ত জলিল) সঙ্গে আমার কখনও খারাপ সর্ম্পক ছিল না। সর্ম্পকের ফাটল সেটাও বলবো না। আমি কোনো কিছুই মনে রাখিনি। তার সঙ্গে মনের দূরত্ব ছিল না। ইন্ডাস্ট্রির স্বার্থে হয়তো কিছু কথা বলেছি। উনাকে নিয়ে একটিও কথা বলিনি। উনি অসম্ভব ভালো একজন মানুষ। গতকাল একটি অনুষ্ঠানে গেলাম সেখানে তার সঙ্গে আমার কথা হয়েছে।’
মিশা সওদাগর সম্প্রতি ‘‘দিন দ্য ডে’ সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির কোনো লাভ নেই’’ মন্তব্য করেন। এর পরই বিষয়টি নিয়ে নানান মন্তব্যে জড়ান তিনি। এদিকে এসব মন্তব্যের প্রতিবাদ করেছেন অনন্ত-বর্ষা দম্পতি। তারাও মিশাকে নিয়ে বিভিন্ন মন্তব্যে বলেছিলেন, 'বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়নে মিশা সওদাগর কিছুই করেননি। তার কোনো ক্ষমতাই নেই। সে একজন আর্টিস্ট। মিশাকে দিয়ে সিনেমার উন্নতি কোনোভাবে সম্ভব না। উনি কোনো ক্রিয়েটিভ ব্যক্তিও না'।
এসব কথার প্রতিক্রিয়ায় অন্য একটি টিভি সাক্ষাৎকারে মিশা বলেন, 'অনন্ত জলিল মূলত আমার কথার আসল উদ্দেশ্য হয়তো ভুল ভাবে নিয়েছেন । তিনি আরও বলেন, 'আমি তাঁর ব্যক্তিগত কোন সমালোচনা করি নি। শুধুমাত্র সিনেমার অতিরিক্ত বাজেটের যথার্থ ব্যবহার সম্পর্কে কিছু ব্যক্তিগত মতামত ব্যক্ত করেছি মাত্র' ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com