মিয়ানমারের উস্কানির ফাঁদে পা দেবে না বাংলাদেশ। নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের মর্টার শেল পড়ার ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে জন্য কড়া প্রতিবাদের পাশাপাশি সতর্কও করা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, মিয়ানমারের অভ্যন্তরে নতুন করে চলা সংঘাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ রোধে সর্তক অবস্থানে রয়েছে নিরাপত্তা এজেন্সিগুলো। সেই সাথে, সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com