অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের বর্বরতা ও পাশবিকতা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হওয়ার পর এ আহ্বান জানাল তেহরান।
সোমবার রাতে নাবলুস শহর ও এর আশপাশে ইহুদিবাদী সেনাদের ভয়াবহ হামলায় সাত ফিলিস্তিনি যুবক নিহত ও অন্তত ২০ জন আহত হন।
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বিশ্বব্যাপী মানবাধিকার ইস্যুতে আমেরিকাসহ আরো কিছু পশ্চিমা দেশের দ্বৈত ও প্রতারণামূলক নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত অপরাধযজ্ঞের প্রতি পাশ্চাত্যের নিঃশর্ত সমর্থন মানবাধিকার লঙ্ঘনের সর্বোৎকৃষ্ট উদাহরণ যা দশকের পর দশক ধরে চলছে।
তিনি নাবলুসের ঘটনা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত এখনই ইসরাইলকে প্রতিহত করা তা না হলে তেল আবিব আরো বেশি আগ্রাসী হয়ে উঠবে। ইরানের এই মুখপাত্র পশ্চিম তীরের জেরুজালেম আল-কুদস, জেনিন ও নাবলুস শহরে ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠায় সন্তোষ প্রকাশ করেন।
ইহুদিবাদী সেনারা গত ১১ অক্টোবর নাবলুস শহরের ওপর কঠোর অবরোধ আরোপ করে। তারা শহরের প্রবেশ দ্বারগুলোতে চেকপয়েন্ট ও মাটির ঢিবি স্থাপন করে। এছাড়া, ইসরাইলি ড্রোনগুলো অনবরত নাবলুসের আকাশে টহল দিচ্ছে। নাবলুসের নয়া প্রতিরোধ সংগঠন লায়ন্স ডেনের সঙ্গে সংঘর্ষে একজন ইসরাইলি সেনা নিহত হওয়ার পর ওই অবরোধ আরোপ করা হয়।
সুত্রঃ পার্সটুডে
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com