রাজধানীর কামরাঙ্গীরচর রসূলপুর স্কুল গলি এলাকার একটি বাসায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মৃত যুবকের নাম নুর আলম (২১)।
তিনি মাদারীপুর শীবচর উপজেলার মো. দেলোয়ার হোসেনের ছেলে নুর। পরিবারের সাথে কামরাঙ্গীরচরের ৬তলা বাড়ির ৩য় তলায় ভাড়া থাকতেন। ৪ ভাইয়ের মধ্যে সবার ছোট নুর আলম। বাবার ফল ব্যবসায় সাহায্য করতেন তিনি।
শুক্রবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে রসূলপুর স্কুল গলির শাহআলমের বাড়িতে এই ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে তার মা ফাতেমা আক্তার জানান, সকাল ১০টার দিকে সিকশন ফলের আড়তে বাবা ও মায়ের কাছে যান নুর। এর কিছুক্ষণ পরই তিনি আবার মায়ের কাছ থেকে চাবি নিয়ে বাসায় চলে আসেন। সন্দেহ হলে তিনিও আড়ত থেকে বাসায় ফেরেন। তবে এসে রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তিনি। তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন ফ্যানের সাথে চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন নুর। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তার আত্মহত্যা করার মতো কোনো কারণ জানাতে পারেননি স্বজনরা। তবে নুর কোনো কাজ করতে চায় না, এটি নিয়েই মাঝেমধ্যে মা তাকে একটু বকাঝকা করতেন বলে জানান মা ফাতেমা আক্তার।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com