অনেকদিন ধরেই অসুস্থ কিংবদন্তি নায়ক সোহেল রানা। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আজ রাতেই তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।
মাশরুর পারভেজ বলেন, ‘আব্বুকে নিয়ে আজ আমি ও আম্মু সিঙ্গাপুর যাচ্ছি। রাত ১১টা ৫৫ মিনিটে ফ্লাইট। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে দেখানো হবে। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন।’
সোহেল রানা এবার মূলত চোখ দেখাতে যাবেন। অন্যান্য অসুস্থাতার পাশাপাশি তিনি চোখের জটিল সমস্যায়ও ভুগছেন। এ বিষয়ে সোহেল রানার ছেলে মাশরুর আরও জানান, চক্ষু বিশেষজ্ঞ ড. চুয়া ওয়েই হানের তত্ত্বাবধানে সোহেল রানার চোখের চিকিৎসা হবে। সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ১১টায় চিকিৎসকের কাছে যাবেন সোহেল রানা।
এর আগে গত ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে এই কিংবদন্তির ব্যক্তিত্বের চোখের সার্জারি হয়। সেই সার্জারি করে সুস্থতার বদলে উল্টো জটিলতায় পড়েছেন তিনি। আর সে কারণেই তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে ।