রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ঘুরতে বের হয়ে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন : আল আমিন (৩৬), মেহেদী হাসান (২৮) এবং মো. জজ মিয়া। নিহত তিন জনই মুগদা এলাকার বাসিন্দা। শনিবার রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ব্যাপারে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. ফারুকুল আলম বাসস’কে জানিয়েছেন, নিহতদের অভিভাবক ও আত্মীয়-স্বজনরা বলেছেন, তিনবন্ধু তাদের এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
গুরুতর আহতাবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। ময়না তদন্তের জন্য নিহতদের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com