ওটিটি প্ল্যাটফরম হইচইতে আগস্টে মুক্তি পেয়েছিল চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’–এর প্রথম কিস্তি। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এর মধ্যে কিছুদিন আগে জানা গিয়েছিল আগামী মাসে সিরিজটির দ্বিতীয় কিস্তি অবমুক্ত করা হবে। তবে এতদিন জানা যায়নি চূড়ান্ত তারিখ। হইচইতে গতকাল (শুক্রবার) এসেছে অমিতাভ রেজা পরিচালিত ওয়েব সিরিজ ‘বোধ’। সেখানেই জানা গেল ‘কারাগার পার্ট ২’-এর মুক্তির তারিখ।
জানা গেছে, ডিসেম্বরের ১৫ তারিখ সিরিজের দ্বিতীয় কিস্তি দর্শক উপভোগ করতে পারবেন। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন এর নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী।
কারাগারের গল্প জেলখানার রহস্যময় এক কক্ষে হঠাৎ আবির্ভূত এক কয়েদিকে নিয়ে, যে কিনা কথা বলতে পারে না। ইশারা ভাষার মাধ্যমে নিজেকে মীরজাফরের খুনি বলে দাবি করে সে! এই রহস্যমানবকে ঘিরে ঘটনা ক্রমেই জট পাকতে থাকে। সিরিজে রহস্যময় সেই কয়েদির ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, যিনি সংলাপ ছাড়া শুধু মুখভঙ্গি দিয়ে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
সৈয়দ আহমেদ শাওকী নির্মিত কারাগারে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিন, নাঈম, বিজরী বরকতুল্লাহ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতু প্রমুখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com