শিরাজের সন্ত্রাসী হামলার নিন্দা না করায় জাতিসংঘের সমালোচনা
ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ নগরীর একটি মাজারে সন্ত্রাসী হামলায় এক ডজনেরও বেশি মানুষের নিহত হওয়ার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘অমার্জিত নীরবতা’র তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। গত ২৬ অক্টোবরের ওই হামলায় অন্তত ১৫ ব্যক্তি নির্মমভাবে নিহত হন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শিরাজের সন্ত্রাসী হামলার নিন্দা জানায়নি যা অত্যন্ত দুঃখজনক।
বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করার যে দায়িত্ব নিরাপত্তা পরিষদের রয়েছে তা স্মরণ করিয়ে দিয়ে আমির-আব্দুল্লাহিয়ান তার চিঠিতে বলেন, আমরা আশা করেছিলাম নিরাপত্তা পরিষদ শিরাজের সন্ত্রাসী হামলার ‘তীব্র নিন্দা’ জানাবে। কারণ, এই পরিষদ সন্ত্রাসবাদকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে এবং বিশ্বের যে প্রান্তেই সন্ত্রাসী হামলা হোক তার নিন্দা জানায়।
গুতেরেসকে লেখা চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘অমার্জিত নীরবতা’ প্রমাণ করেছে যে, ওই পরিষদের কিছু স্থায়ী সদস্যদেশ সন্ত্রাসবাদকে ‘ভালো ও খারাপ’ এই দুই ভাগে বিভক্ত করে রেখেছে। তাদের দৃষ্টিতে যেসব সন্ত্রাসী পশ্চিমাদের স্বার্থ রক্ষা করছে তারা ভালো সন্ত্রাসী এবং তাদের পাশবিক হামলার নিন্দা জানানোর প্রয়োজন নেই। বৃহৎ শক্তিগুলোর এই ভাঁড়ামিপূর্ণ আচরণের কারণে বিশ্ব থেকে সন্ত্রাসবাদের অভিশাপ নির্মূল করা যাচ্ছে না বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন।
সুত্রঃপার্সটুডে