জয়া আহসান শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলাতেও দু হাত ভরে ভালোবাসা কুড়িয়েছেন। দুই বাংলাতেই সমানভাবে জনপ্রিয়। তিনি যে ফিটনেস ফ্রিক তা তার ছবি দেখলেই বোঝা যায়। আর এই ফিটনেসের কারণেই আজও দর্শকপ্রিয় এই অভিনেত্রীর চেহারায় বয়সের ছাপ বোঝার বিন্দুমাত্র সুযোগ নেই।
প্রায়ই তিনি ভিন্ন ভিন্ন লুকে নিজের পরিবর্তন এনে দর্শকমহলে প্রশংসিত হন। তবে এবার একদম নতুন লুকে হাজির হলেন জয়া। চমকে দিলেন ভক্তকুলকে। বৃহস্পতিবার বিকেল জয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে- কমলা কালারের শীতকালীন পোশাকে একটি সাদা রংয়ের চেয়ারে বসে আছেন জয়া। পায়ে হাইহিল এবং গলায় সোনালী চেন। রঙিন ও মোহনীয় সিল্কি চুলে ক্যামেরার সামনে তার উপস্থিতি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা একের পর এক মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
আক্তারুল আজিম লিখেছেন, ‘জয়া আহসান জীবন্ত, এটা তার প্রমাণ। এই বয়সেও তিনি তার যৌবন ধরে রেখেছেন। তার কাছে বয়স শুধু একটি সংখ্যা।’
আকরাম খান, ‘জয়া আহসান দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয়।’ শাহেদ হোসাইন লিখেছেন, ‘আমি পরী দেখি নাই কিন্তু জয়া আহসানকে দেখেছি।’
চোখ এড়ায়নি তার গলায় ঝুলালো লকেট। ওয়ালী উল্লাহ ছোটন লিখেছেন, ‘জুম করে গলার লকেটটা দেখলাম। খুব সুন্দর।’
সখিনা বিবি লিখেছেন, আমাকে বলতেই হবে জয়া আহসান একেবারেই চমত্কার এবং অত্যাশ্চর্য। অসামান্যভাবে তার যৌবন ধরে রেখেছে তিনি।’