ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জয়ের কাছে এসেও ঢাকা টেস্টে ভারতের কাছে হারলো বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | ডেইলিনিউজ২৪বিডি.কম
ডিসেম্বর ২৫, ২০২২ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

জয়ের কাছে এসেও  ঢাকা টেস্টে  সফরকারী ভারতের কাছে  হারতে হলো  স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দলকে। ঢাকায়  সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ  ভারতের কাছে ৩ উইকেটে হেরেছে  বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪৫ রানের টার্গেটে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৪৫ রান করেছিলো ভারত।
৭ উইকেটে ১৪৫ রান তুলে আজ চতুর্থ দিনের প্রথম সেশনে জয় নিশ্চিত করে ভারত। দলের পক্ষে রবীচন্দ্রন অশি^ন অপরাজিত ৪২ ও শ্রেয়াস আইয়ার অনবদ্য ২৯ রান করেন। ৩৪ রান করেন অক্ষর প্যাটেল। বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ৬৩ রানে ৫ উইকেট নেন।
এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলো ভারত। চট্টগ্রামে প্রথম টেস্ট ১৮৮ রানে জিতেছিলো ভারত।
সফরে এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ।