চলতি ২০২২-২৩ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) দাখিলের শেষ সময় ছিল গতকাল ৩০ নভেম্বর। তবে বিশেষ বিবেচনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি করেছে। গতকাল পর্যন্ত ২৪ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন এবং এর বিপরীতে রাজস্ব আয় হয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, গত ২০২১-২২ অর্থবছরে মোট রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২৫ লাখ ৪৮ হাজার, সেখানে চলতি করবর্ষে গতকাল পর্যন্ত ২৪ লাখ রিটার্ন জমা পড়েছে। এর বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৩ হাজার কোটি টাকা।
করদাতাদের সুবিধার্থে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। অতিরিক্ত এই এক মাসে আরও ১১ লাখ রিটার্ন জমা পড়বে বলে আশা করছে এনবিআর। সৈয়দ এ মু’মেন বলেন, আমরা আশা করছি-এবছর মোট রিটার্ন দাখিলের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়ে যাবে।
উল্লেখ্য, বর্তমানে দেশে কর সনাক্তকরণ নম্বরধারীর (ইটিআইএন) সংখ্যা প্রায় ৮২ লাখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com