দীর্ঘ চার বছর পর পাঠানের হাত ধরে বলিউডে কামব্যাক করছেন শাহরুখ খান (SRK)।
কিন্তু, মুক্তির আগেই ছবি নিয়ে উত্তাল গোটা দেশ। দীপকা পাডুকোনের গেরুয়া মনোকিনি নিয়ে দেশজুড়ে বিতর্ক পৌঁছেছে একেবারে তুঙ্গে। একাধিক জায়গায় পাঠানকে বয়কটের ডাক দেওয়ার সঙ্গে সিনেমা হল জ্বালিয় দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাজনৈতিক দলের তরফে। তাদের সুরে সুর মিলিয়েছে বেশ কিছু হিন্দু ও মুসলিম সংগঠনও। শুধু তাই নয়, অযোধ্যার সাধু পরমহংস আচার্য শাহরুখকে পুড়িয়ে মারার হুমকি পর্যন্ত দিয়েছেন। তবে, বিতর্কের মাঝেও বাদশাহী স্টাইলে ‘কিং’-এর মতোই পরিস্থিতির যোগ্য জবাব দিলেন শাহরুখ খান। পাঠানের দ্বিতীয় গান ঝুমে জো পাঠানের লিরিক্সেই মিলল সিনেমা বয়কটের মোক্ষম জবাব (Pathaan Controvery)।
ঝুমে জ পাঠানের মধ্যে দিয়ে কী ভাবে জবাব দিলেন শাহরুখ? যদি এই গানের লিরিক্স দেখেন তাহলে দেখতে পাবেন শাহরুখ বলছে, “বাত করতে হ্যায় হাজারও, হ্যায় তেজুরবা হামে ইয়ারো… এয়সে হে আদা বন্ধ লো হাওয়া।” যার বাংলা তর্জমা করলে বোঝায়, অনেকে অনেক কথা বলে, আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। এই ধরণের জিনিস বন্ধ হোক। ঝুমে জো পাঠানের লিরিক্স দেখে অনেকেই মনে করছেন পাঠান বিতর্কের মাঝে এভাবেই মুখ খুলেছেন বলিউড বাদশা।
শাহরুখকে যখন বলতে শোনা যাচ্ছে, ” ঝুমে জো পাঠান মেরি জান মেহেফিল হি লুট জায়ে, দে দে জো জুবান মেরি জান উস পর মর মিট জায়ে। ” বাদশার মুখে এই কথা শুনে অনেকেই মন্তব্য করেছেন, শাহরুখ খান খোলা মাঠে সকল ট্রোলারদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। পাঠান দিয়ে এক একসময় এক এক রকমের বিতর্ক দানা বেঁধেছে।
কখনও গেরুয়া রংয়ের মনোকিনি নিয়ে তো কখনও আবার পাঠান নাম নিয়ে আপত্তি তুলেছেন নিন্দুকেরা। পাঠান নিয়ে বহু বিতর্কের মাঝেই মুক্তি পেয়েছে সিনেমার দ্বিতীয় গান ঝুমে জো পাঠান। মুক্তির পরেই এক চুটকিতেই সুপারহিট। যদিও নিন্দুকেরা তো নিন্দা করতে ছাড়েনা না। গান মুক্তির পরেই শাহরুখকে খোঁচা দিলেন অভিনেতা KRK।
টুইটে লিখেছেন, “তোমরাই আমাকে বল যে একজন টিকটক স্টারের সঙ্গে শাহরুখের কোনও পার্থক্য আছে?” অভিনেতা কেআরকে পাঠান মুক্তির আগেই ছবির বক্স অফিস ব্যর্থতা নিয়ে মন্তব্য করে ফেললেন। আরও লেখেন, “আমি পাঠানের নতুন গান ঝুমে জো পাঠান দেখলাম। আমার দৃঢ় বিশ্বাস বক্স অফিসে এই ছবি ব্যবসা করতে মোটেই সফল হবে না। শাহরুখ এটা দেখানোর চেষ্টা করছেন যে পাঠানরা সব কিছুর উর্ধে আর তাঁদের সামনে সবাই ফিকে। এসআরকে জি এটা ভারত, পাকিস্তান নয়।”