ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

‘দেশে হিন্দি ছবি মুক্তি পেলে দেশীয় সংস্কৃতি ধ্বংস হবে’-জায়েদ খান

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৭, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল আলোচিত ‘পাঠান’ সিনেমা মুক্তির চেষ্টা চলছে। সাফটা চুক্তি অনুযায়ী সিনেমাটি মুক্তির এই চেষ্টা চালানো হচ্ছে। দেশের সিনেমা হলে বলিউডের সিনেমা মুক্তির পক্ষে সরব সিনেপ্রেমীরাও।

বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো বেশ কিছু বিষয় নিশ্চিত করে দেশে হিন্দি সিনেমা মুক্তি দেয়ার পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশে শাহরুখ খানের সিনেমা মুক্তি প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পদক চিত্রনায়ক জায়েদ খান বুধবার গণমাধ্যমকে এই প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশে হিন্দি ছবি মুক্তি দিতে চাইলে ভারতে আমার ছবি, আমাদের সংস্কৃতির ছবি মুক্তি দিতে হবে, না হলে আমি এ দেশে কোনোভাবেই হিন্দি ছবি মুক্তি দেয়ার পক্ষে না। আমি প্রথম থেকেই হিন্দি ছবি মুক্তি দেয়ার পক্ষে ছিলাম না, এখনো নেই।’

জায়েদ মনে করেন, হিন্দি সিনেমা আমদানির ফলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে। এই অভিনেতা বলেন, ‘আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সামনে এগিয়ে যাচ্ছে। ভালো ভালো সিনেমা হচ্ছে। হল বাঁচাতে হলে আমাদের ভালো কন্টেন্ট নির্মাণ করতে হবে। তাহলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাঁচবে। হিন্দি ছবি মুক্তি দিলে আমাদের দেশীয় সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে।’এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির বলিউডের সিনেমায় আপত্তি নেই, তবে লাভের ভাগ চায় সংগঠনটি।

বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলছেন, ‘বলিউডের ছবি বাংলাদেশে আনার ব্যাপারে এরইমধ্যে শিল্পী সমিতির সদস্যরা একত্রিত হয়ে একটি মিটিং করেছি। সংশ্লিষ্টদের কাছে একটি লিখিত প্রস্তাবও দিয়েছিলাম, বলিউডের যে ছবিটা মুক্তির পর এদেশে যে লাভ হবে সেখানকার ১০ পার্সেন্ট শিল্পী সমিতিতে দিতে হবে। সমিতিতে দিলে আমাদের ফান্ড বাড়বে এবং সেই অর্থ শিল্পীদের জন্যই ব্যয় করা হবে। এখনও এই প্রস্তাবের ফিডব্যাক আসেনি।

পাঠান ছবির ট্রেলারঃ