পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেছে পাকিস্তানের হাইকোর্ট। ইংরেজি পত্রিকা ডন এ খবর দিয়েছে।
লাহোর হাইকোর্ট ইমরান খানকে নয়টি মামলায় সুরক্ষামূলক জামিন আদেশ দিয়েছে। এর মধ্যে সন্ত্রাসবাদ সংক্রান্ত আটটি মামলা ছিল। আট মামলার পাঁচটি ইসলামাবাদ হাইকোর্টে দায়ের করা হয়েছিল। এসব মামলায় আদালত চত্বরে ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়।
লাহোর হাইকোর্টের ২ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ ইমরান খানকে আগামী ২৭ মার্চ পর্যন্ত সুরক্ষামূলক জামিন দেয়। এছাড়া, ইসলামাবার মামলায় তিনি ২৪ মার্চ পর্যন্ত একই ধরনের জামিন আদেশ পেয়েছেন। আদালতের এই আদেশের পর পিটিআই কর্মী, সমর্থক এবং আইনজীবীরা লাহোর হাইকোর্ট প্রাঙ্গনে উল্লাস প্রকাশ করেন।
এদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, ইমরান খানের আটকের বিষয়ে সরকার আইনগত প্রক্রিয়া অনুসরণ করবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com