যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা বজায় রেখে ভিজিটর ভিসার ইন্টারভিউয়ের অপেক্ষার সময় কমানোর জন্য ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছে।
আপনি যদি আগামী এক বছর কিংবা দুই বছরের মধ্যে ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেন সেক্ষেত্রে স্টেট ডিপার্টমেন্টের পরামর্শ হলো যথেষ্ট সময় হাতে রেখে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা এবং ইন্টারভিউয়ে ডাক পাওয়ার জন্য হাতে অনেকটা সময় রাখা।
জানুয়ারি মাসের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা (বি১/বি২) ইন্টারভিউয়ে ডাক পাওয়ার গড় অপেক্ষার সময় প্রায় সাত সপ্তাহ। ভিসার ব্যাপারে স্টেট ডিপার্টমেন্ট থেকে আরো জানানো হয়েছে যে, “তবে জরুরিভিত্তিতে ভ্রমণ করতে হবে এমন আবেদনকারীদের মধ্যে যারা নির্দিষ্ট শর্তাবলী পূরণ করেন তাঁরা জরুরিভিত্তিতে ইন্টারভিউয়ের বা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারেন, যা কয়েকদিনের মধ্যে পাওয়া যায়।” যেহেতু আবেদনকারীর ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য অপেক্ষার সময় হেরফের হয়ে থাকে তাই সবসময় আগেভাগে ভ্রমণের পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ।
ভিসা আবেদন অগ্রগতির পেছনের চিত্র
ভিসা আবেদন প্রক্রিয়া উন্নত করতে এবং ভিসার উচ্চ চাহিদা রয়েছে এমন দেশগুলোতে ভিসা ইন্টারভিউয়ের দীর্ঘ অপেক্ষার সময় কমিয়ে আনতে স্টেট ডিপার্টমেন্টের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো নতুন প্রযুক্তি ও কৌশল ব্যবহার করছে যাতে করে প্রক্রিয়াটিকে গতিশীল করার পাশাপাশি উন্নত গ্রাহক সেবা দেওয়া সম্ভব হয়:
- যেখানে সম্ভব ব্যক্তিগত ইন্টারভিউ নেয়া হচ্ছে না, বিশেষ করে ইমিগ্র্যান্ট বা অভিবাসনের জন্য আবেদন করা হয়নি এমন আবেদনকারী যাদের আগে ভিজিটর ভিসা নেয়া আছে এবং সম্প্রতি যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন তাদের ব্যক্তিগত ইন্টারভিউ নেয়া হচ্ছে না। ২০২২ অর্থবছরে যে ৭০ লাখ নন-ইমিগ্র্যান্ট ভিসা দেয়া হয়েছে তার প্রায় অর্ধেক ভিসাই ব্যক্তিগত ইন্টারভিউ ছাড়াই দেয়া হয়েছিল। আপনিইন্টারভিউ ছাড়া ভিসা পাওয়ার যোগ্য কিনা তা জানতে আপনার নিকটতম যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটgov দেখুন।
- যেখানেভিসাইন্টারভিউয়ের অপেক্ষার সময় বেশি দীর্ঘ, সেখানের কাজের চাপ কমাতে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং কনস্যুলেটগুলো নিজেদের মধ্যে কাজের চাপ ভাগ করে নিচ্ছে।উদাহরণস্বরূপ,যেখানে নন-ইমিগ্র্যান্ট ভিসার অপেক্ষার সময় কম এমনকনস্যুলার অফিসাররা এখন তাদের অফিসে বসেইঅন্য দূতাবাস ও কনস্যুলেটের হাজার হাজার নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী যাদের ইন্টারভিউয়ের দরকার নেই তাদের আবেদন যাচাই বাছাই করছেন। ফলে যে দেশগুলোতে ইন্টারভিউয়ের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে সেখানকার কর্মকর্তারা কাজের জন্য বেশি সময় পাচ্ছেন।
- স্টেট ডিপার্টেমেন্টের ভ্রমণ সংক্রান্ত ওয়েবসাইটে নতুন টুল বা প্রযুক্তি যুক্ত করার কারণে এখন নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদন ইচ্ছুক যে কেউ দূতাবাস ও কনস্যুলেটে ইন্টারভিউয়ের জন্য কতোদিন অপেক্ষা করতে হবে সে সম্পর্কে জানতে পারছেন এবং তারা ইন্টারভিউ ছাড়াই কীভাবে আবেদন করতে হবে তাও জানতে পারছেন। আপনার বসবাসের দেশে যদি ইন্টারভিউয়ের সময় দীর্ঘ হয়ে থাকে তাহলে আপনি বিশ্বের যে কোন স্থান থেকে আবেদন করতে পারেন।
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে যে, “আমরা দক্ষতার সাথে পুরো প্রক্রিয়াটি বাস্তবায়ন করছি ফলে আমরা আমাদের জাতীয় নিরাপত্তা অক্ষুন্ন রেখেই তুলনামূলকভাবে কম সম্পদ ব্যবহার করে বেশি কাজ করতে পারছি।”