ঈদের ৫ দিনের ছুটি শুরু হয়েছে আজ থেকে। স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী।সড়ক-মহাসড়ক ও ফেরিঘাটে ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। সকাল থেকেই গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহন ও যাত্রীর ভিড় রয়েছে।
এতে চেরাগ আলী, গাজীপুরা, বোর্ড বাজার, ভোগড়া বাইপাস এলাকায় গাড়ির লম্বা সারি দেখা গেছে। যানজট নিরসনে মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।
এদিকে, ফেরি ঘাটেও রয়েছে যাত্রীর চাপ। শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে ফেরি পারাপারের অপেক্ষায় শত শত মোটরসাইকেল।
মোটরসাইকেল আরোহীদের অভিযোগ, মাত্র দুটি ফেরি থাকায় অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বড় গাড়ির চাপ না থাকলেও মোটরসাইকেল ও ছোট গাড়ির চাপ রয়েছে।
সকাল থেকেই বাস টার্মিনালগুলোতে বেড়েছে ভিড়। কমলাপুর রেল স্টেশনেও দেখা যায় একই চিত্র। যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশের আগে মিলিয়ে দেখা হচ্ছে টিকিট। সময় মতোই ছেড়ে যাচ্ছে ট্রেন। বিভিন্ন সড়ক-মহাসড়কে ঘরমুখী মানুষের ভিড়ে দেখা যাচ্ছে গাড়ির চাপ। ফেরিঘাটেও রয়েছে উপচে পড়া ভিড়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com