চলছে পবিত্র রমজান মাস। শুরু হয়ে গেছে ঈদের আমেজও। নতুন পোশাকে নিজেকে ও পরিবারের সদস্যদের রাঙিয়ে ঈদ উদ্যাপনের পরিকল্পনাও সেরে ফেলছেন কেউ কেউ। কিন্তু ভিন্ন চিত্রও আছে। এমন অনেকেই আছেন, নতুন পোশাক কেনার সামর্থ্য থাকে না। ফলে রঙিন হয় না তাদের ঈদ-আনন্দ। সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা ঈদের সময়টা কাটায় নতুন আবেগে কিন্তু পুরোনো পোশাক গায়ে।
সারা দেশের এ রকম সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উৎসবকে রঙিন করতে, তাদের কাছে নতুন পোশাক পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে শীর্ষস্থানীয় ব্র্যান্ড ‘পুষ্টি’। সহযোগিতা করছে প্রথম আলো ডটকম।
‘পুষ্টি ঈদের খুশি’ শীর্ষক এই মানবিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন আপনিও। সে জন্য www.pustieiderkhushi.pro ভিজিট করে আপনার এলাকার অথবা আশপাশের ৬ থেকে ১২ বছর বয়সী সুবিধাবঞ্চিত শিশুটির সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিন।
মনোনয়নকৃতদের মধ্যে থেকে নির্বাচিত শিশুদের কাছে পুষ্টির পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে ঈদের নতুন পোশাক, আপনার মাধ্যমেই। সুবিধাবঞ্চিত শিশুদের মনে ছড়িয়ে যাবে ঈদের খুশি, দেশজুড়ে।
মনোনয়নের জন্য নিয়মাবলি
• শিশুটির বয়স হতে হবে ৬ থেকে ১২ বছর।
• শিশুটিকে হতে হবে আপনার এলাকার, যাতে পরবর্তী সময় তাকে আপনার মাধ্যমে পোশাক পৌঁছে দেওয়া যায়।
• মনোনয়নকারী ও সুবিধাবঞ্চিত শিশু—দুজনের প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইটে জমা দিতে হবে, ১২ এপ্রিল ২০২৩-এর মধ্যে।
• সুবিধাবঞ্চিত শিশুদের নির্বাচন ও পোশাক উপহার দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
সুত্রঃ প্রথম আলো
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com