জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতটি শুরু হয় সকাল ৭টায়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন একই মসজিদের মুয়াজ্জিন মো. ইসহাক।
শনিবার সকাল ৭টায় প্রথম জামাতের পর ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে বিশেষ খুতবা দেয়া হয়। এরপর মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রথম জামাত।
গত দু-তিন বছর করোনা মহামারির কারণে ঈদের কোলাকুলিতে কিছু বিধিনিষেধ থাকলেও এবার নির্বিঘ্নে নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করছেন।
সকাল ৬টার আগে থেকেই জাতীয় মসজিদে ঈদের জামাতের অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন মুসল্লিরা। এর কিছুক্ষণের মধ্যে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ঢল নামে। ঈদ জামাত ঘিরে জাতীয় মসজিদ এলাকায় এবং মসজিদের প্রতিটি গেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল। অনেককে তল্লাশিও করা হয়।
আজ বায়তুল মোকাররমে ঈদের মোট পাঁচটি জামাত হবে। এর মধ্যে সকাল ৮টায় দ্বিতীয় জামাত। হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী, পেশ ইমাম বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির থাকবেন হাফেজ মো. আব্দুল মান্নান, খাদেম বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
তৃতীয় জামাত সকাল ৯টায়। ইমাম থাকবেন ড. মো. আবু ছালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির: হাফেজ মো. আতাউর রহমান, সাবেক মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
চতুর্থ জামাত সকাল ১০টায়। ইমাম থাকবেন হাফেজ মাওলানা মো. এহসানুল হক, পেশ ইমাম বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির থাকবেন মো. শহিদ উল্লাহ, চিফ খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
পঞ্চম জামাত সকাল ১০ টা ৪৫ মিনিটে। এতে ইমাম থাকবেন হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির থাকবেন হাফেজ মো. জাহিনুল ইসলাম, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
এদিকে যথারীতি এ বছরও রাজধানীতে ঈদের প্রধান জামাত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ইদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় শুরু হয়। প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো আব্দুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কূটনৈতিকসহ সব শ্রেণিপেশার মানুষ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com