রাজধানীর বনানী থানা এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ।
বনানী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাতে বনানী থানার এফ ব্লকের ৭ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০ বান্ডিল তাস ও ৩০ হাজার ১২৫ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com