রাজশাহীতে বৃহস্পতিবার সকাল থেকে গুটি আম পাড়া শুরু হয়েছে। তবে হাতেগোনা দু-একটি বাগানের আম নামাতে দেখা গেছে। আমের জন্য রাজশাহীর বৃহত্তম বাজার বানেশ্বরে এখনো আম ওঠেনি।
বানেশ্বর বাগানেরই কাঁচামিষ্টি নামের একটি জাতের আম নামাচ্ছেন এক ব্যবসায়ী। প্রথম আম নামানোর কারণে বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন অনেকে। প্রতি কেজি কাঁচামিষ্টি আমের দাম ধরা হয়েছে ১২০ টাকা।
ব্যবসায়ী বলেন, এ বাগান দুবছরের জন্য কিনে নিয়েছি। দুবছরের জন্য লিজ নিতে হয়েছে ৫ লাখ টাকায়। গত বছরও তেমন আম হয়নি। ঝড় বৃষ্টির ক্ষতি না হলে এবার ভালো লাভ হবে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, রাজশাহী জেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এসব গাছে দুই লাখ ৫৮ হাজার টন আম উৎপাদন হবে। এসব আমের বাজার হবে প্রায় দেড় হাজার কোটি টাকা। এরই মধ্যে বিদেশে আম রফতানি শুরু হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, আজ থেকে রাজশাহী জেলার গুটি জাতের আম নামানো শুরু হয়েছে। এরই মাধ্যমে রাজশাহীর আমের বাজারজাতকরণ শুরু হলো। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা ইউএনও ও জেলায় এডিএমের নেতৃত্বে একটি টিম কাজ করবে। তারা অপরিপক্ব আম বাজারে এনে ক্রেতাদের সঙ্গে প্রতারণা না করা হয় সেদিকটাও যেমন খেয়াল রাখবেন পাশাপাশি কৃষকদের যাতে কোনো সমস্যা না হয় ও রাস্তায় যানজটের বিষয়টিও খেয়াল রাখবেন।
তিনি আরও বলেন, রাজশাহীর আমের ঐতিহ্য রক্ষায় যা যা প্রয়োজন জেলা প্রশাসন সেটি করবে।
এদিকে রাজশাহীর বানেশ্বর আমের বাজার প্রথম দিনে ফাঁকা পড়েছিল। বেলা ১১টা পর্যন্ত এ বাজারে আম নিয়ে আসেননি কোনো ক্রেতারা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com