দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছে বিধ্বস্ত হয়েছে আমেরিকার একটি এফ-১৬ জঙ্গিবিমান। আজ (শনিবার) সকালে দেশটির ওসান বিমানঘাঁটির কাছাকাছি কৃষিক্ষেত্রে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের সময় এটি সামরিক মহড়ায় অংশ নিচ্ছিল। স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিমানটি মাটিতে আছড়ে পড়ে।
সিএনএনের খবরে জানানো হয়েছে, বিমানের পাইলট নিরাপদে বিমান থেকে বের হতে সক্ষম হয়েছেন, তবে তিনি সামান্য আহত হন এবং তাকে নিকটতম চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়। মার্কিন সেনাবাহিনীর মতে, এ ঘটনায় কোনো বেসামরিক লোক হতাহত হয়নি। স্থানীয় দমকল বিভাগকে আগুন নেভানোর জন্য পাঠানো হয়। দক্ষিণ কোরিয়ার গেয়ংগি প্রদেশের গভর্নর কিম ডং-ইয়ন টুইটারে দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন।
মার্কিন সামরিক বাহিনী বলছে, পাইলট একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়েছিলেন। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে। উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র ৬৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ওসান বিমানঘাঁটি।
সূত্র : পার্সটুডে
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com