সংঘাতে জর্জরিত সুদান থেকে বাংলাদেশিদের সরিয়ে নেয়া হচ্ছে। দেশটির রাজধানী খার্তুম থেকে বাংলাদেশিদের সরিয়ে পোর্ট সুদানের দিকে নেয়া হচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ সময় সাড়ে ১২টার দিকে (স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়) ৪ শতাধিক বাংলাদেশিকে নিয়ে আটটি বাস রওনা দিয়েছে। খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তারেক আহমেদ বলেন, আরো চারটি বাস এখানে প্রস্তুত রয়েছে। আরো যেসব বাংলাদেশি আসছেন, তাদের নিয়ে সেই বাসগুলো পরে রওনা দেবে।
সুদানের সেনাবাহিনীর সঙ্গে গত কয়েক দিন ধরে বেসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট আরএসএফের সংঘর্ষ চলছে। এই সশস্ত্র আরএসএফের নেতৃত্বে রয়েছেন ক্ষমতাধর জেনারেল হামদান দাগালো। সুদানের ক্ষমতা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সেনা ও আরএসএফের মধ্যে এই সংঘাত। আন্তর্জাতিক চাপে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে পৌঁছলেও থেমে নেই পাল্টাপাল্টি হামলা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com