নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। অনুত্তীর্ণ বিষয়ে মানোন্নয়ন পরীক্ষায় বসার সুযোগদানের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে।
বুধবার দুপুর ১টা থেকে অবরোধের কারণে আশেপাশের রাস্তাসহ রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে রাস্তাগুলো দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ। রাজধানীর পান্থপথ, ফার্মগেটসহ সংলগ্ন এলাকাগুলোতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকেন কর্মজীবী মানুষ।
এর আগে, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিংয়ে শিক্ষার্থীদের ভোগান্তি বন্দরসহ সাত দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের অধ্যক্ষদের বৈঠক শেষে এসব সমস্যার সমাধান করা হবে'- সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যের এমন আশ্বাসে আন্দোলন স্থগিত করেছিলো তারা। তবে, তাদের দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ না আসায় আজ দুপুরে আবারও আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
দাবির বিষয়ে শিক্ষার্থীরা বলেন, সাত কলেজের যে সব শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছে যে তারা অনুত্তীর্ণ, তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে।
এদিকে, প্রায় পাঁচ ঘণ্টার অবরোধে আজিমপুর থেকে থেকে সায়েন্সল্যাব পর্যন্ত মিরপুর রোডে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এর আগেও, গত ৪ জুন সাত দফা দাবিতে ইডেন মহিলা কলেজের ফটক আটকে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদের যে দাবি, তা একদিনে পূরণ হওয়ার নয়। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, একাডেমিক কাউন্সিল, সাত কলেজের সমন্বয়ের বিষয় আছে। কিন্তু শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে চাচ্ছেন না। রাস্তা অবরোধ করায় জনদুর্ভোগ তৈরি হয়েছে। আমরা আন্তরিকভাবে চাই, শিক্ষার্থীদের উপর কোন পুলিশি এ্যাকশন না নিতে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com