ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ, সড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে পল্টনসহ আশপাশের এলাকার সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে। কাকরাইল মসজিদ মোড় থেকে মগবাজার, ইস্কাটন রোড, মৎস্য ভবন থেকে হাইকোর্ট মোড় সড়কে যানবাহন কার্যত স্থবির হয়ে আছে। এতে বিপাকে পড়েছেন নগরবাসী।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক দফা ঘোষণার জন্য এ সমাবেশ করছে বিএনপি। বুধবার রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশে যোগ দিতে বৃষ্টি উপেক্ষা করেই ঢল নেমেছে দলটির নেতা-কর্মীদের।

অন্যদিকে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের ডাক দেয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

মাঝে বৃষ্টির কারণে যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। অনেক যাত্রী ও সমাবেশগামী বাসের নেতাকর্মীরা হেঁটে গন্তব্যে যাচ্ছিলেন।

নেতাকর্মীদের চলাচলের সুবিধার্থে কাকরাইল মসজিদ মোড় থেকে নয়াপল্টনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। একইভাবে পল্টন মোড় থেকে গুলিস্তান ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদমুখী সড়কও বন্ধ রাখা হয়েছে। পল্টন মোড়ে জলকামান ও প্রিজনভ্যান প্রস্তুত রাখা হয়েছে।

সমাবেশের কারণে বিভিন্ন সরকারি অফিস ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। রাজধানীর বিভিন্ন প্রবেশমুখেও চেকপোস্ট বসিয়ে পুলিশকে তল্লাশি করতে দেখা গেছে।