ঢালিউডের জনপ্রিয় ও অতি আলোচিত তারকা জুটি চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। একসঙ্গে যুক্তরাষ্ট্রে বেশকিছু দর্শনীয় স্থান ভ্রমণের পর এবার কানাডায় অবস্থান করছেন শাকিব-অপু এবং তাদের একমাত্র সন্তান জয়। সোমবার ৮ টা ৩০ মিনিটে অপু বিশ্বাস ফেসবুক লাইভে আসেন। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ওই লাইভে দেখা যায় সছেলে জয়কে নিয়ে কানাডায় একসঙ্গে ‘ফায়ার ওয়ার্ক’ দেখছেন শাকিব-অপু ।
কানাডায় একসঙ্গে ‘ফায়ার ওয়ার্ক’এর সামনে প্রথম ১ সেকেন্ডের জন্য অপু বিশ্বাসকে দেখা গেলেও এরপর তিনি তার পুরো ভিডিওতে কানাডার ‘ফায়ার ওয়ার্ক’ ভক্তদের সঙ্গে শেয়ার করেন। তবে ভক্তরা এ সময় কানাডার সেই ‘ফায়ার ওয়ার্ক’ দেখার চেয়ে ভিডিওতে শাকিব আর ছেলে জয়ের কথোপকথনেই বেশি গুরুত্ব দেয়। কমেন্টেস বক্সে বেশিরভাগ ভক্তই লিখেছেন, আপনার পাশে কিং খানের গলা শোনা যাচ্ছে। অনেক নেটিজেন আবার জানিয়েছেন, এ জুটির জন্য শুভ কামনা আর ভালোবাসা।
এর আগে ‘প্রিয়তমা’ মুক্তির পরই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর কয়েক দিন পরই যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে এরাপোর্টে ধরা দেন ‘লাল শাড়ি’র অপু বিশ্বাস; সঙ্গেনছেলে আব্রাহাম খান জয়। তখনই ধারণা করা হয়েছিল শাকিবের কাছেই যাচ্ছেন তারা।
জানা যায়, ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নামার পর অপু-জয়কে রিসিভ করেন শাকিব খান। এরপর এক গাড়িতে চড়ে গন্তব্যে চলে যান। শুধু তাই নয়, অন্য একটি ভিডিও ফুটেজে আরও স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। যেখানে দেখা যায়, নিউ ইয়র্কের ম্যাকডোনাল্ডস থেকে ছেলে জয়ের হাত ধরে বের হয়ে আসছেন শাকিব খান, সঙ্গে আছেন অপুও। এরপর তারা রাস্তা পার হয়ে এসে পার্কিংয়ে থাকা কালো গাড়িতে ওঠেন এবং বাসার উদ্দেশে চলে যান। ভিডিও সূত্র বলছে নিউ ইয়র্ক শহরে অপু বিশ্বাসকে পাশে বসিয়ে ঢালিউড কিং নিজেই গাড়ি ড্রাইভ করছেন নিয়মিত!