ঢাকা জেলার কেরাণীগঞ্জ এলাকা থেকে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের মূলহোতা মো. এমদাদ ব্যাপারীকে (৬৩) গ্রেপ্তার করেছে র্যাব-৩।
শনিবার দিবাগত রাতে কেরানীগঞ্জ থানাধীন গদারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র এএসপি ফারজানা হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতের কাছর থেকে জানা যায়, এমদাদের জনশক্তি রপ্তানির কোন লাইসেন্স নেই। এরপরও তিনি ভুক্তভোগীদের উচ্চ বেতনে চাকরি এবং লোভনীয় সুযোগ-সুবিধাসহ ইতালি পাঠানোর কথা বলে প্রায় অর্ধ-শতাধিক বেকার যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন।
পরে তার নেতৃত্বে চক্রটি ভুক্তভোগীকে ইতালিতে প্রেরণের পরিবর্তে লিবিয়াতে পাঠিয়ে সেখানে অবস্থিত তাদের অন্যান্য সহযোগীদের মাধ্যমে ভুক্তভোগীদের জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ হিসেবে দেশে অবস্থিত ভুক্তভোগীদের স্বজনদের কাছ থেকে আরও অর্থ আদায় করতো।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com