প্রায় দুই মাস পর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন নগর বাউল খ্যাত নন্দিত কণ্ঠশিল্পী জেমস।
আগামী ১৫ সেপ্টেম্বর তার ব্যান্ড নগর বাউল নিয়ে পারফর্ম করবেন ‘দ্য স্কুল অব রক’ কনসার্টের প্রথম পর্বে। এদিন বিকেল ৩টায় কনসার্ট শুরু হবে, চলবে রাত পর্যন্ত। এটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির ৪ নম্বর হলে। এ আয়োজন করছে ইটিসি ইভেন্টস।
আয়োজকরা জানায়, জেমস সব সময়ই রকপ্রেমীদের পছন্দের শীর্ষে। তাই রক ঘরানার যেকোনো আয়োজনে এই রকস্টারের কথাই ভাবা হয়। দেশের বাইরে একের পর এক শো করার কারণে অনেক দিন দেশের মঞ্চে জেমসের দেখা মেলেনি, যে কারণে সংগীতপ্রেমীদের তৃষ্ণাও বেড়ে গেছে। তাদের সেই সংগীত তৃষ্ণা মেটাতেই এ কনসার্টের পরিকল্পনা।
আয়োজকরা আরও জানান, জেমস ও নগর বাউল ব্যান্ডের পাশাপাশি ‘দ্য স্কুল অব রক’ কনসার্টের ভলিউম-১ পর্বে আরও অংশ নিচ্ছে ব্যান্ড ওয়ারফেজ, অ্যাভয়েড রাফা, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, আফটারম্যাথ, প্লাসমিক নক, সংগীতায়োজক এ কে রাহুলসহ আরও কয়েকটি নতুন ব্যান্ড।
কনসার্ট-টি নিয়ে জেমস বলেন, ভক্ত আর গানের টানে মঞ্চে বারবার ফিরতেই হয়। সময় সময় চেষ্টা থাকে শ্রোতাদের প্রিয় কিছু গান শুনিয়ে তাদের প্রত্যাশা পূরণের। ‘দ্য স্কুল অব রক’ কনসার্টেও সেই চেষ্টাই থাকবে। এ আয়োজন রকপ্রেমীদের মধ্যে সাড়া ফেলবে বলেই আশা করছি। এদিকে কনসার্টের পাশাপাশি জেমস এখন ব্যস্ত সময় পার করছেন নতুন গানের আয়োজন নিয়ে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com