ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

স্মার্টফোনে ম্যালওয়ার ভাইরাস বুঝার উপায়

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৭, ২০২৩ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

তথ্য প্রযুক্তি তথা ইন্টারনেট প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে অনেকাংশেই সহজ করে দিয়েছে। তবে মুদ্রার উল্টো পিঠের মতো এর কিছু নিরাপত্তা ঝুঁকিও রয়েছে। বর্তমানে স্মার্টফোন সবার হাতে হাতে, এতে প্রযুক্তি এখন হাতের মুঠোয়, এর সঙ্গে পাল্লা দিয়ে ঝুঁকিতে রয়েছে ব্যক্তিগত নিরাপত্তা।

কেননা প্রতিনিয়তই নতুন ফাঁদ পাতছে হ্যাকাররা। তাদের প্রথম টার্গেট হল স্মার্টফোন। এতে কিছু ম্যালওয়্যার অ্যাপ ইনস্টল করতে দিচ্ছে তারা। অসচেতনভাবে সেই অ্যাপ ইনস্টল করলেও সর্বনাশ। এমন তিনটি ম্যালওয়ারের জানা গেছে। তিনটি হলো- ডার্কগেট, ইমোটেট ও লোকিবট। এই ম্যালওয়্যারগুলো ব্যবহারকারীর তথ্য চুরি করে নিচ্ছে নিমেষেই।

ডার্কগেট ম্যালওয়্যার কী ?

২০২৩ সালের জুনে, ডার্কগেট নামে একটি নতুন লোডার আবিষ্কার করা হয়েছে। যেটি ভিএনসি, উইন্ডোজ ডিফেন্ডার, ব্রাউজার, রিভার্স প্রক্সি এবং ডিসকর্ড টোকেন চুরি করছে। যে কোনও ধরনের হ্যাক কোডিং ডার্কগেটে করা হয়, তারপরে এটি ইলেকট্রনিক ডিভাইসে ইনস্টল করা হয়। আর এরপর আপনার সেই ডিভাইসের সমস্ত তথ্য তাদের হাতে চলে যায়।

ইমোটেট ম্যালওয়্যার কী ?

ইমোটেট একটি বটনেট, যা ২০২১ সালে সরকারের পক্ষ থেকে সরানো হয়েছিল। আবার তা হ্যাকারদের হাতে চলে এসেছে। সম্প্রতি এই ম্যালওয়ারে ডিভাসের সমস্তকিছু রেকর্ড করা হচ্ছে। অর্থাৎ আপনি কখন কী করছেন, সবই হ্যাকররা জানতে পারছে।

লোকিবট ম্যালওয়্যার কী ?

এই ম্যালওয়্যারটি ২০১৬ সালে প্রথম দেখা গিয়েছিল। এটি যে কোনও অ্যাপে লগইন করার সময়, আপনার দেওয়া সমস্ত তথ্য চুরি করে নেয়। তারপরে ফোনটিকে হ্যাক করে ফোনের সমস্ত ডেটা হাতিয়ে নেয়।

ফোন হ্যাক হয়েছে বুঝবেন কীভাবে ?

যদি আপনার ফোনে এমন কোনও অ্যাপ থাকে, যা আপনি ডাউনলোড করেননি, তাহলে দেখার সঙ্গে সঙ্গে সেটিকে আনইনস্টল করুনয কারণ এই অ্যাপটি আপনার ফোন থেকে তথ্য চুরি করতে পারে।

যদি আপনার ডিভাইসটি স্লো হয়ে যায়, তবে সতর্ক হয়ে যান। কারণ হ্যাকিংয়ের সময় অনেক অপ্রয়োজনীয় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফলে ফোনটিকে ভয়ে ভুল করেও রিসার্ট করবেন না।

যদি আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়, তবে হতে পারে ফোনটি হ্যাক হয়েছে। তাছাড়াও যদি ফোনটি অতিরিক্ত গরম হয়, তাহলে এর মানে হল যে ব্যাকগ্রাউন্ডে স্পাইওয়্যার চলছে, যা আপনার ডেটা চুরি করে নিতে পারে।