এ বছরের দুর্গাপূজায় সর্বোচ্চ পাঁচ হাজার টন ইলিশ রপ্তানি করা হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ইলিশের মৌসুম সত্ত্বেও বাজারে চড়া দাম। তারপরেও ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে বাজারে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ইলিশ আমরা নিয়মিত রপ্তানি করি না। শুধু যেসব বাঙালি আমাদের মতো ইলিশ খেয়ে থাকেন, তাদের জন্য দুর্গাপূজার সময় শুভেচ্ছাস্বরূপ ইলিশ দেয়া হয়।
মন্ত্রী আরও বলেন, সারা বছর কিন্তু আমরা এক ছটাকও ইলিশ রপ্তানি করিনি। শুধু এই ১৫ দিন কিংবা এক মাসের জন্য কিছু ইলিশ রপ্তানি করা হবে।
দেশে বছরে ছয় লাখ টন ইলিশ উৎপাদন হয়, এমন তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, সেই হিসেবে প্রতিদিন যদি আমরা ধরি, তাহলে গড়ে দুই হাজার টন ইলিশ ধরা হয়। বড়ো জোর পাঁচ হাজার টন ইলিশ রপ্তানি করব। তাতে সারা বছরের দুই দিনের উৎপাদন আমরা তাদের দেব।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com