আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) যাত্রী অধিকার দিবস। এবারে দিবসটির মূল প্রতিপাদ্য হলো—‘সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার চাই।’ দেশে পঞ্চমবারের মতো পালিত হচ্ছে দিবসটি।
যাত্রী হয়রানি, ভাড়া-নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্ঘটনা, অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে দাবি আদায়ে যাত্রী অধিকার দিবস পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। দেশের বিভিন্ন জেলায় দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, এবারের যাত্রী অধিকার দিবসে সড়ক পরিবহন আইনে যাত্রী অধিকার প্রতিষ্ঠার দাবি জোরালোভাবে তুলে ধরা হবে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার চাই’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com