গত ৭ অক্টোবর সকালে ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করে বড় ধরনের অভিযান চালায় ফিলিস্তিনের গাজাভিত্তিক প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন। প্রতিরোধ যোদ্ধারা শত শত ইসরাইলি সেনাকে হত্যা ও বহুসংখ্যক ইসরাইলিকে বন্দি করে আবার গাজা উপত্যকায় ফিরে আসেন।
ফিলিস্তিনি যোদ্ধারা যখন গাজা উপত্যকা থেকে সাধারণ কিছু মোটর সাইকেলে করে ইসরাইলের ভেতরে অভিযান চালাতে রওয়ানা দেন তখন বার বার তাদের মুখে উচ্চারিত হয়েছে 'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ' এবং ক্ষণে ক্ষণে ধ্বনিত হয়েছে 'আল্লাহ আকবর'।
অনেক যোদ্ধার গায়ে ছিল না যুদ্ধের পোষাক। খুব সাধারণ টি-শার্ট পরেই রওয়ানা দেন তারা।
ঈমানি জজবায় বলীয়ান এই অকুতোভয় যোদ্ধাদেরকে ঠেকানোর সাধ্য ইহুদিবাদী ইসরাইলের ছিল না। যাদের মনে শহীদ হবার আকাঙ্ক্ষা এবং মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মুক্ত করার সুতীব্র বাসনা- তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কী দূরে রাখা যায়? আজ হোক, কাল হোক- পুরো ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত হবে, মুক্ত হবে প্রথম কিবলা আল-আকসা।
সূত্র : পার্সটুডে
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com