ঢাকা : ফিলিস্তিনে দখলদার ইসরাইলি বাহিনীর আগ্রাসন এবং হামলায় ফিলিস্তিনি নাগরিকদের হতাহতের ঘটনায় বাংলাদেশ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে। আগামীকাল শনিবার দেশের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. শাহবুব হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, শুক্রবার বাদ জুমা ফিলিস্তিনে হতাহত ব্যক্তিদের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
বৃহস্পতিবার তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত ১৫০ সেতু উদ্বোধন অনুষ্ঠানে শোক পালনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শনিবার ফিলিস্তিনের জন্য আমাদের শোক দিবস ঘোষণা করেছি। সেদিন আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
শেখ হাসিনা বলেন, ইসরাইল যেভাবে হাসপাতালে হামলা করে নারী-শিশুদের হত্যা করেছে, আমরা এটার নিন্দা জানিয়েছি। দ্রুত এটা বন্ধ করতে হবে। ফিলিস্তিনিরা যেন ন্যায্য জায়গা ফেরত পায়। আমি অনুরোধ করব, শুক্রবার জুমার পর সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে যেন দোয়া ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হয়। তিনি বলেন, ফিলিস্তিনের আহত শিশু ও নারীদের জন্য ওষুধের ব্যবস্থা করতে ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীকে বলেছি। তাদের জন্য কিছু শুকনো খাবার বা শিশুদের জন্য প্রয়োজনীয় কিছু পণ্য আমরা পাঠাব। সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। আমরা দুর্গত মানুষের পাশে আছি। ওআইসির যারা রাষ্ট্রদূত আছেন তাদের সঙ্গে আমরা বুধবার বৈঠকে বসেছি। সেখানে বলেছি, সবাইকে এক হয়ে ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠার জন্য, এতে আমরাও তাদের সঙ্গে আছি। বারবার তাদের ওপর আঘাত হানা, এটা কখনো মেনে নেওয়া যায় না। এটা আমরা মানতে পারি না। আমরা যতটুকু পারি করব।
গত ১২ দিন ধরে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত বোমাবর্ষণে গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৪৭৮ জনে এবং আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com