ঢাকারবিবার , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পক্ষে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পক্ষে আছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি সড়কের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চলমান ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান ফিলিস্তিনিদের পক্ষে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সব সময় নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে। তারা দীর্ঘদিন ধরে নির্যাতিত। তবে টু স্টেট সলিউশন প্রতিষ্ঠিত না হলে সেখানে শান্তি আসবে না।

ড. মোমেন বলেন, ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক নেই। আমরা তাদের স্বীকৃতি দিইনি। চলমান সংঘর্ষের কারণে পুরো বিশ্ব ধাক্কা খাবে। সেই ধাক্কায় কিছু অসুবিধা হতেই পারে।

তিনি বলেন, আমরা সব সময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি। আমরা সব সময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েল দুটি আলাদা রাষ্ট্র না হলে সেখানে শান্তি আসবে না।